এইতো বেশিদিন হবেনা তাসনিয়া ফারিণ তার ভক্তদের সুখবর দিয়েছিলেন টলিউড সুপারস্টার দেবে সঙ্গে সিনেমা করার। তবে এর মধ্যেই আবার ভক্তদের হতাশ করে দিয়ে ছবি থেকে সরে দাড়িয়েছেন তিনি।
অভিজিৎ সেনের ‘প্রতীক্ষা’ নামের সিনেমায় অভিনয় করার চুক্তিবদ্ধ হয়েছিলেন তাসনিয়া ফারিণ। সিনেমাটিতে দেবের বিপরীতে অভিনয় করার কথা ছিল তাসনিয়া ফারিণের। দেবের পাশাপাশি কিংবদন্তী মিঠুন চক্রবর্তীরও অভিনয় করার কথা ছিল এই সিনেমায়। চলিত নভেম্বর মাসে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। তবে হঠাৎ ভারতীয় ভিসা বন্ধ হয়ে যাওয়ার কারণে শুটিং থেকে সরে আসলেন এই অভিনেত্রী। নিজে সংবাদ মাধ্যমকে এই তথ্যটি নিশ্চিত করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
সিনেমাটি করার জন্য অনেক কাজ ছেড়েছিলেন এই অভিনেত্রী। তবে এই ছবি সরে এসে আপাতত হাফ ছেড়ে বেঁচেছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। তবে এই শিডিউলে একটি বড় বাজেটের নতুন কাজ নিয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি। তবে সবশেষে দেব ও মিঠুন চক্রবর্তীর মতো শিল্পীদের সঙ্গে কাজ করতে না পেরে কিছুটা আপেক্ষ প্রকাশ করেছেন তিনি। সামনে হয়তো আবার সুযোগ আসবে এই বলে অনেকটা আশাবাদী এই অভিনেত্রী।
‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় এই অভিনেত্রী। অতুন ঘোষের এই সিনেমায় অভিনয় করে সেরা নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার বাংলা পুরষ্কারও জিতেছেন।
এই নিয়ে পরপর দুটি সিনেমার কাজ বাতিল হলো বাংলাদেশী অভিনেত্রী তাসনিয়া ফারিণের। গত বছর ‘ পাত্রী চাই ‘ নামে কলকাতার এক ছবিতে অভিনয় করার কথা ছিল ফারিণের। পরপর দুটি ছবির কাজ বাতিল হওয়ার ব্যাপারকে কাকতালীয় বলে আখ্যায়িত করেছেন ফারিণ।