প্রধান উপদেষ্টা ড. মুহম্মাদ ইউনুসের সাথে দেখা করবেন ক্রিকেটাররা এমন খবর কালকে সকল গণমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সেই কথা অনুযায়ী আজকে বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে যান ১৯ জনের একটি দল।
গত ২৫ বছর ধরে টেস্ট সিরিজে একবারও পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। তবে এবার পাকিস্তানের মাটিতেই পাকিস্তানকে টেস্ট সিরিজে এই প্রথমবার হারিয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশ। টাইগারদের এই বিশেষ সাফল্য নজর এড়িয়ে যায়নি প্রধান উপদেষ্টার। গত সপ্তাহে এই ঐতিহাসিক সিরিজের জয়ের পরপরই ক্রিকেটারদের সঙ্গে দেখা করার ইচ্ছে পোষণ করেছিলেন প্রধান উপদেষ্টা। জয়ের পরেই তিনি এই সিরিজে অধিনায়ক নাজমুল হাসান শান্তকে ফোন করে জানিয়েছিলেন দেশে ফিরলেই দলের সবাইকে সংবর্ধনা দিবেন তিনি। অবশেষে কালকে আনুষ্ঠানিক ঘোষণার পর বৃহস্পতিবার শান্তদের দলের সঙ্গে দেখা করেন প্রধান উপদেষ্টা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ,বিসিবির পরিচালকদের মধ্যে নাজমুল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনও ছিলেন। জাতির পক্ষ থেকে টাইগারদের অভিনন্দন জানায় অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহম্মাদ ইউনুস। এছাড়াও তিনি তাদেরকে বলেন,‘জয়ের পর আমি অধিনায়কের সাথে কথা বলেছি। তবে সরাসরি সাক্ষাৎ করে জাতির পক্ষ থেকে তোমাদের অভিনন্দন জানাতে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম।’
এখানে আসতে পেরে সকল ক্রিকেটাররাই খুশি, এই সাক্ষাৎ সত্যিই অনুপ্রাণিত করবে তাদেরকে বলে জানিয়েছেন দলটির অধিনায়ক নাজমুল হাসান শান্ত। বর্তমানে ভারতের বিপক্ষে মাঠে নামার জন্য প্রস্তুুতি নিয়ে ব্যস্ত রয়েছেন বাংলাদেশী এই ক্রিকেটার দল।