মহান আল্লাহ তায়লা আমাদের সৃষ্টিকর্তা৷ তার আদেশ-নিষেধ অনুযায়ী চলাই মুমিন হিসেবে আমাদের কর্তব্য। আমাদের মহানবী হযরত মুহম্মদ (সঃ) প্রতিদিন কিছু আমল ও দোয়া পড়তে উদ্বুদ্ধ করেছেন। প্রতিদিনের ছোট ছোট আমল ও দোয়া জানতে বিস্তারিত পড়ুন।
কাপড় পরিধানের ক্ষেত্রে আমল
আমাদের প্রিয় নবীজীর (স:) এর সাদা কাপড় বেশী পছন্দ ছিল। কাপড় পরিধানের মধ্যেও কিছু আমল রয়েছে। সকল প্রকার কাপড় পরিধানের সময় ডান হাতে ও ডান পায়ে আগে প্রবেশ করানো। পুরুষদের ক্ষেত্রে পায়ের টাখনুর উপরে বস্ত্র পরিধান করতে হবে।
কাপড় পরিধান করার সময়ের দোয়াঃ “আলহামদু লিল্লা-হিল্লা-জি কাসা-নী হা-জা ও রঝাক্বানীহি মিন গইরি হাওলিম মিন্নী ওলা কুওয়াহ।”
খাওয়ার সময় আমল
দস্তরখানা বিছিয়ে খাওয়া। বিসমিল্লাহ পড়ে ডান হাত দিয়ে খাওয়া শুরু করা। খাবারের কোনো অংশ পড়ে গেলে উঠিয়ে খাওয়া প্রয়োজনে ধুয়ে খাওয়া। খাদ্যের ত্রুটি না ধরা। খাওয়ার শেষে এই দোয়াটি পড়া: “আলহামদু লিল্লা-হিল্লাজী আত্বআ’মানী হাজাতত্বআ’-মা ও রঝাক্বানীহি মিন গইরি হাওলিম মিন্নী ওলা কুউয়াতিন।”
কোনো কিছু পান করার ক্ষেত্রে আমল
পানির পেয়ালা ডান হাত দিয়ে ধরা এবং “বিসমিল্লাহ” বলে পান করা। বসে পান করা। কমপক্ষে তিন শ্বাসে পানি পান করা। পানি পান করার পর ” আলহামদুলিল্লা-হ” বলা। যে ব্যক্তি পান করাবে সে সর্বশেষে পান করবে।
ঘুমানোর সময়ে আমল
অযু করে শোয়া,পূর্বে পরিহিত কাপড় পরিবর্তন করে ঘুমের কাপড় পরিধান করা এবং শোয়ার পূর্বে বিছানা ভালোভাবে ঝেড়ে নেওয়া।ঘুমানোর পূর্বে কিছু পরিমাণ কুরআন শরীফ তিলাওয়াত করা। ঘুমানোর পূর্বে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করা এবং তাসবীহে ফাতেমা অর্থাৎ ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আলাহু আকবার পড়া। সূরা ইখলাস, সূরা ফালাক্ব ও সূরা নাস পড়ে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে হাত বুলিয়ে দেয়া। তিনবার এরূপ করা। ঘুমানোর সময় ডান কাতে কিবলামুখী হয়ে ডান হাত গালের নীচে রেখে শয়ন করা। অতঃপর ঘুমের দোয়া পড়াঃ “আল্লা-হুম্মা বিসমিকা আমূতু ও আহইয়া।” সর্বশেষে কালিমায়ে তায়্যিবাহ্ পড়া। রাতে দুঃস্বপ্ন দেখলে ” আঊযুবিল্লা-হি মিনাশশাইত্ব-নির রজীম ” পড়ে বাম দিকে তিনবার থুথু ফেলে পার্শ্ব পরিবর্তন করে শোয়া।